ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শিকারি চোখ না হলে এই ছবিতে লুকানো দুটি ব্যাঙ খুঁজে বের করা কঠিন!

প্রকাশিত: ২০:০৯, ৩১ জুলাই ২০২৫

শিকারি চোখ না হলে এই ছবিতে লুকানো দুটি ব্যাঙ খুঁজে বের করা কঠিন!

ছবি: সংগৃহিত

একটি নতুন অপটিক্যাল ইলিউশন চিত্র ইন্টারনেটে ঝড় তুলেছে—আর এইবার চ্যালেঞ্জ হলো ছবির মধ্যে লুকিয়ে থাকা দুটি ব্যাঙ খুঁজে বের করা। Reddit-এ “Can you spot the two toads?” শিরোনামে শেয়ার হওয়া এই ছবি r/FindTheSnoper সাবরেডিটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি অগভীর বনজলাশয়, যেখানে পড়ে আছে শুকনো পাতা, কচুরিপানা, ছোট গাছের ডাল ও কাদামাটি। কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশের ভেতর এমনভাবে মিশে গেছে দুটি ব্যাঙ, যে সেগুলো খুঁজে পাওয়াটা বেশ কঠিন।

প্রথম দর্শনে মনে হতে পারে, ব্যাঙ দুটি খুঁজে বের করা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রকৃতির অসাধারণ ক্যামোফ্লাজ তাদের এমনভাবে ঢেকে রেখেছে যে, অধিকাংশ মানুষ প্রথমবার তো বটেই, দ্বিতীয়বার নজর দিয়েও ধরতে পারেননি।

অনেক ব্যবহারকারী ছবিটিকে মজা করে স্নাইপার বা ওয়াইল্ডলাইফ এক্সপার্টদের পর্যবেক্ষণ দক্ষতার সঙ্গে তুলনা করছেন!

ব্যাঙগুলো কোথায় লুকিয়ে আছে?

  • প্রথম ব্যাঙটি ছবির প্রায় মাঝখানে রয়েছে। এটি পানির উপর বিশ্রাম নিচ্ছে, আর তার বাদামি, দাগযুক্ত ত্বক আশেপাশের ভেজা পাতা ও ময়লার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে খুঁজে বের করাটা বেশ কষ্টকর। কেবল মাথা আর চোখের আকার তাকে আলাদা করে চিনিয়ে দেয়।

  • দ্বিতীয় ব্যাঙটি অনেক বেশি চ্যালেঞ্জিং। এটি ছবির নিচের ডান পাশে, যেখানে জল কাদার সঙ্গে মিশেছে, সেখানে লুকিয়ে আছে। অন্ধকার ছায়ার নিচে থাকা এই ব্যাঙটির গাঢ় সবুজ-বাদামি রং তার আশেপাশের পরিবেশের সঙ্গে একেবারে মিশে গেছে।

এমন ছবি আমাদের দৃষ্টিশক্তির প্রকৃত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। আমাদের মস্তিষ্ক মূলত প্যাটার্ন, কনট্রাস্ট এবং গতিশীল জিনিসগুলো দ্রুত চিনে ফেলতে পারলেও, কোনো কিছু যদি তার পটভূমির সঙ্গে পুরোপুরি মিশে যায়, তবে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এই ধরনের ভিজ্যুয়াল পাজল শুধু মজাই নয়, বরং আমাদের মনোযোগ এবং সূক্ষ্ম বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়ায়। বাস্তব জীবনের পরিস্থিতিতেও এই পর্যবেক্ষণ ক্ষমতা অনেক কাজে লাগে।

আপনি কি পারলেন দুইটি ব্যাঙ খুঁজে পেতে? যদি না পারেন, আবার তাকান। একবার খুঁজে পেলেই অবাক হবেন—এতক্ষণ ধরে সেটাই ছিল আপনার চোখের সামনে!

শিহাব

×