
ছবিঃ সংগৃহীত
রাশিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন ‘ওরেল’ (Oscar II Class) সফলভাবে একটি বিশালাকৃতির ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে। এই ঘটনা ঘটে উত্তর সাগরে অনুষ্ঠিত 'জুলাই স্টর্ম' নামের বড় আকারের সামরিক মহড়ায়। রাশিয়ার নৌবাহিনীর এই সাবমেরিনের সঙ্গে ছিল আধুনিক যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোলোভকো এবং উপকূল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাস্টিওন ইউনিট।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার শেষ দিনে এই তিনটি শক্তিশালী বাহিনী—সাবমেরিন ওরেল, ফ্রিগেট গোলোভকো এবং ব্যাস্টিওন ক্ষেপণাস্ত্র সিস্টেম—একত্রে তিন ধরনের মিসাইল ছুড়ে (Kalibr, Granit এবং P-800 Oniks) সাগরের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
‘ওরেল’ সাবমেরিনটি এখন রাশিয়ার শেষ কয়েকটি Oscar II Class সাবমেরিনের একটি। এই সাবমেরিনগুলো ১৯৮০’র দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল বড় ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ, বিশেষ করে বিমানবাহী রণতরীগুলোর বিরুদ্ধে হামলার জন্য। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিশাল পি-৭০০ গ্রানিত মিসাইল—প্রতিটি মিসাইলের ওজন প্রায় ৭ টন, যা আধুনিক মিসাইলের তুলনায় প্রায় চারগুণ বড়।
তবে সময় বদলেছে। এখন রাশিয়া ধীরে ধীরে এই পুরনো Oscar II সাবমেরিনগুলো তুলে নিচ্ছে এবং জায়গা দিচ্ছে আরও উন্নত ও নিঃশব্দ Yasen Class সাবমেরিনকে। নতুন সাবমেরিনগুলোতে ৩২টি আধুনিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চগতিসম্পন্ন Zircon মিসাইল, যা শত্রুর রাডারে ধরা পড়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই মহড়াটি শুধু একটি অস্ত্র পরীক্ষার ঘটনা নয়—এটি ছিল রাশিয়ার সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ও আক্রমণক্ষমতা দেখানোর একটি কৌশল, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বার্তা দেয় যে রাশিয়ার হাতে এখনো ভয়ঙ্কর এবং কার্যকর সামরিক প্রযুক্তি রয়েছে।
মারিয়া