
ছবি: সংগৃহীত
রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে সুনামির আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপান, চিলি, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার উপকূলীয় এলাকাগুলোতে জারি হয় সতর্কতা। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর চিলির মূল ভূখণ্ড ও ইস্টার দ্বীপসহ উপকূলীয় এলাকাগুলো থেকে অন্তত ১৪ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় একে ‘সম্ভবত চিলির ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় মোকাবেলার সরানো অভিযান’ বলে উল্লেখ করেছে। যদিও উপকূলের উত্তরে মাত্র ৬০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার শুমশু দ্বীপে অভিযানে থাকা রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির এক্সপেডিশন টিম জানিয়েছে, "ঢেউ আসার পর আমরা কেবল উঁচু জায়গায় দৌড়েছি। সব তাবু ও কাঠামো স্রোতে ভেসে গেছে।" এদিকে ভূমিকম্পের পর কামচাটকার কেলুচেভস্কয় আগ্নেয়গিরি থেকে গরম লাভা উদগীরণ শুরু হয়।
জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে ঢেউ আছড়ে পড়ে। তবে বড় ক্ষয়ক্ষতির খবর নেই। ধাপে ধাপে সুনামি সতর্কতা হ্রাস করা হয় দেশটিতে। সুনামি আঘাত হানে হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উপকূলে। ঢেউ বেশি শক্তিশালী না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওরিগন, ওয়াশিংটন ও আলাসকা থেকেও সতর্কতা তুলে নেয়া হয়।
চিলির ইস্টার দ্বীপ ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও নিরাপত্তার জন্য উপকূলীয় এলাকা খালি করা হয়। ফ্রান্সের অধীনস্থ ফ্রেঞ্চ পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে ১.৫ মিটার ঢেউ আঘাত হানে, পূর্বাভাস ছিল ৪ মিটার পর্যন্ত। কলম্বিয়ার চোকো ও নারিনো, পেরুর উপকূল, মেক্সিকোর প্যাসিফিক উপকূলে মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ ম্যাথিউ কাপুচ্চি জানান, “৮.৮ মাত্রার এই ভূমিকম্পের শক্তি ছিল ১ ট্রিলিয়ন কেজি টিএনটি বিস্ফোরণের সমান।” এই ধরনের ভূমিকম্প পরে প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক বলেও তিনি জানান।
আঁখি