ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের তেল বিক্রি হবে ভারতেও? চমকপ্রদ ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ জুলাই ২০২৫

পাকিস্তানের তেল বিক্রি হবে ভারতেও? চমকপ্রদ ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত আর্থিক শাস্তি ঘোষণা করার কিছু ঘণ্টা পরেই, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি বড়সড় চুক্তির ঘোষণা দিয়েছেন। ওই চুক্তিতে বলা হয়েছে, ইসলামাবাদের তেল মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুইদেশ।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে লেখেন, “আমরা এখনই পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে কাজ করবে তাদের বিশাল তেল মজুদের উন্নয়নে। আমরা এখন সেই তেল কোম্পানিকে নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন ওরা ভারতকে তেল বিক্রি করবে!”

এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প একদিকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করলেন, অন্যদিকে ভারতের প্রতি আমেরিকার অবস্থান আরও কঠিন করলেন। উল্লেখ্য, একই দিনে তিনি ভারতের ওপর ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি ও ভারতের রাশিয়ান তেল আমদানি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারও জানান, পাকিস্তান-যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প আরও বলেন, তিনি অনেক দেশের নেতার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেখা করার কথাও জানান তিনি, যেখানে ২৫ শতাংশ শুল্ক রয়েছে। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া এই শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে এবং তিনি তা শুনতে আগ্রহী।

তিনি বলেন, “অনেক দেশ এখন শুল্ক হ্রাসের প্রস্তাব দিচ্ছে। এর ফলে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটাই কমবে।”

মুমু ২

×