
ছবি: সংগৃহীত।
একটি জাতীয় পরিচয়পত্রের (NID) বিপরীতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমন সিদ্ধান্ত নিয়েছে, যা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ইতোমধ্যেই অনুমোদন করেছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে অতিরিক্ত সিম বন্ধের প্রক্রিয়া শুরু হবে। যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তারা আগামী ৩ মাসের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্ত সিম নিষ্ক্রিয় বা বাতিল করতে পারবেন। এরপরও কেউ সাড়া না দিলে বিটিআরসি নিজ উদ্যোগে সেসব সিম বন্ধ করার ব্যবস্থা নেবে।
পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৫ থেকে ৬ মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে এমন ২৬ লাখ গ্রাহক আছেন, যাদের একাধিক সিম আছে। এর ফলে ৬৭ লাখের মতো অতিরিক্ত সিম বন্ধ হয়ে যেতে পারে।
অপারেটররা এই গ্রাহকদের তালিকা তৈরি করবে এবং প্রতিটি গ্রাহককে এসএমএসের মাধ্যমে প্রতি সপ্তাহে অন্তত একবার সতর্কবার্তা পাঠাবে। একইসঙ্গে অপারেটরদের ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে প্রচারণা চালানো হবে।
আপনার নামে কতটি সিম আছে, তা জানার জন্য *১৬০০১# ডায়াল করে সহজেই তথ্য পাওয়া যাবে। যদি অতিরিক্ত সিম থাকে, তবে আপনি চাইলে তা ‘ট্রান্সফার অব ওনারশিপ’ এর মাধ্যমে অন্যের নামে স্থানান্তরও করতে পারবেন।
নুসরাত