
জুলাই গণ-অভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিক সাঈদ খান কালের কণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (৩০ জুলাই) তিনি নিয়োগপত্র হাতে পান।
সাঈদ খান বৈশাখী টেলিভিশনসহ অসংখ্য সংবাদপত্রে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে এসেছেন।
জনকণ্ঠকে সাঈদ খান বলেন, দেশের সংকটে স্বৈরাচারী শাসনের বিপক্ষে যুদ্ধ করেছিলাম।
ফ্যাসিস্টের বিরুদ্ধে লেখার কারণে এবং জুলাই আন্দোলনে ভূমিকা রাখার দায়ে শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। রিমান্ডের নামে করা হয় নির্যাতন।
সাংবাদিকতার মাধ্যমে জাতির সেবা করে যাবো আজীবন।
রিফাত