
ছবি: জনকণ্ঠ
ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকা থেকে ২০২২ সালে ভুক্তভোগী জনৈক শামছুল আলমের ব্যাগ থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় দীর্ঘ দুই বছর পরে জড়িত আসামিকে গ্রেফতারসহ ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। গ্রেফতারকৃত আসামি মোঃ হান্নান মিয়া (৬২) ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। তাকে গত ২৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ০৯/১১/২০২২ তারিখ দুপুর অনুমান একটার সময় ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় পূবালী ব্যাংক থেকে ভুক্তভোগী শামছুল আলম টাকা উত্তোলন করে একই এলাকার জনতা ব্যাংকে লেনদেন করে। জনতা ব্যাংকে লেনদেন করার পর তার নিকট থাকা ৪ লাখ টাকা নিয়ে ছোট বাজার এলাকাস্থ লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসা মাত্রই অজ্ঞাতনামা আসামিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং তাদের একজন বলে আপনার কাপড়ে ময়লা কিসের। তখন সে তার নিকটে ব্যাগে থাকা ০৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগসহ ০৪ লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শামছুল আলম (৬৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-৪৫(১১)২২, ধারা- ৩৭৯ পেনাল কোড দায়ের করেন। কোতোয়ালী থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে এবং এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়াকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
পিবিআই প্রধান, অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ জেলার ইউনিটি ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহে একটি বিশেষায়িত টিম গঠন করা হয়। বিশেষায়িত টিম ঘটনার তারিখ ও সময়কার সংগ্রহকৃত সিসি টিভির ফুটেজ বিশ্লেষণপূর্বক চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম তথ্য-প্রযুক্তি, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সিসি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ হান্নান (৬২), পিতা- মৃত আলী মিয়াকে বাসা নং-৯৬, নাজিম উদ্দিন রোড, চকবাজার ঢাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ০৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে
পিবিআই এর জিজ্ঞাসাবাদে এবং তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি হান্নান আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ঘটনার তারিখ ও সময়ে আসামি হান্নান এবং তার সহযোগীরা ভুক্তভোগী শামছুল আলম জনতা ব্যাংক থেকে বের হলে তাকে অনুসর করতে থাকে এবং ভুক্তভোগী ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকার লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসলে আসামি হান্নান এবং তার সহযোগীরা পূর্ব-পরিকল্পিতভাবে ভুক্তভোগী শামছুল আলমের কাপড়ে ময়লা ছিটিয়ে দেয়। তিনি তার নিকটে ব্যাগে থাকা ০৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করতে গেলে আসামি হান্নান ব্যাগসহ ০৪ লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
গত ৩০/০৭/২০২৫ তারিখে আসামি হান্নানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে গ্রেফতারকৃত আসামি ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের অপরাধের দায় সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার বলেন, প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় অভিনব কায়দায় ০৪ লাখ টাকা চুরির ঘটনায় আমরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সিসি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ ০২ বছর পর ঘটনায় জড়িত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য আসামি মোঃ হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পেয়েছি। আসামি হান্নান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে, ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, মামলার তদন্ত অব্যাহত আছে, ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
০১। তদন্ত তদারকী অফিসারঃ জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা, মোবাইলঃ ০১৩২০০২৯১৭০
০১। তদন্তকারী কর্মকর্তাঃ জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া, এসআই (নিঃ), পিবিআই ময়মনসিংহ জেলা, মোবাইলঃ ০১৭৯৩-৫১৪৮৭৮
আবির