ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হলো শত কোটি টাকার অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত: ১৭:১০, ৩১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত  হলো শত কোটি টাকার অত্যাধুনিক যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

আবারও দুর্ঘটনার শিকার হলো বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান, যার একেকটির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকারও বেশি। তবে সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে সিট ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বিমানটি একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ৩০ জুলাই বিকেলে ক্যালিফোর্নিয়ার লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটি ছিল ‘ভিএফএ-১২৫ রাফ রাইডার’ স্কোয়াড জোনের, যা মূলত পাইলটদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত। যেহেতু এ ধরনের এফ-৩৫সি বিমান মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত হয়, তাই ধারণা করা হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে।

বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে যুদ্ধবিমানটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘লকহিড মার্টিন’ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ১৪ জুন ব্রিটিশ নৌবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। টানা পাঁচ সপ্তাহ সেখানে আটকে থাকার পর বিমানটি নিজ দেশে ফিরে যায়।

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান তার স্টিলথ প্রযুক্তি, উন্নত সেন্সর ব্যবস্থা এবং ডেটা শেয়ারিং সুবিধার জন্য বিশ্বজুড়ে পরিচিত। মার্কিন বিমান বাহিনীর পাশাপাশি ১৯টি মিত্রদেশের সামরিক বাহিনী এই বিমান ব্যবহার করে থাকে। আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ—উভয় ক্ষেত্রেই এই যুদ্ধবিমান অত্যন্ত কার্যকর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


শেখ ফরিদ

×