
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার নির্মাণে ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গুগল। এটি গুগলের প্রথম এমন প্রকল্প যা ভারতের মাটিতে এতো বড় পরিসরে বাস্তবায়িত হচ্ছে।
এই বিশাল বিনিয়োগের মধ্যে ২ বিলিয়ন ডলার ব্যয় হবে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তির উন্নয়নে, যা ডেটা সেন্টারটিকে চালিত করবে। মূলত, এ প্রকল্পটি অন্ধ্র প্রদেশ সরকারের ২০৩০ সালের মধ্যে রাজ্যটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ডিজিটাল হাবে পরিণত করার পরিকল্পনার অংশ।
ডেটা সেন্টারটি চালু হলে শুধু অন্ধ্র প্রদেশ নয়, পুরো অঞ্চলে ইন্টারনেটের গতি বাড়বে, ক্লাউড স্টোরেজ সক্ষমতা উন্নত হবে এবং এআই (Artificial Intelligence) প্রযুক্তির অগ্রগতিতে তা সহায়ক ভূমিকা রাখবে।
অন্ধ্র প্রদেশ সরকার আরও জানায়, এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সমুদ্রের নিচ দিয়ে নতুন কেবল সংযোগ স্থাপন এবং অতিরিক্ত সবুজ শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
যদিও সরাসরি কর্মসংস্থান খুব একটা হবে না, তবে প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়বে এবং বিশ্বজুড়ে বিভিন্ন টেক কোম্পানিকে আকর্ষণ করবে এই হাই-টেক শহর। বিশাখাপত্তনমকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল শহর হিসেবে গড়ে তুলতে এটি হতে পারে গেম-চেঞ্জার উদ্যোগ।
মুমু ২