ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম নিয়ে কানাঘুষা: নতুন জুটির রসায়ন!

প্রকাশিত: ০১:৩২, ৩১ জুলাই ২০২৫

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম নিয়ে কানাঘুষা: নতুন জুটির রসায়ন!

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি'র প্রেম নিয়ে জোর গুঞ্জন চলছে বিনোদন জগতে। সম্প্রতি এই দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এ নিয়ে চর্চা তুঙ্গে।

মন্ট্রিয়ালের একটি অভিজাত রেস্তোরাঁয় গত সোমবার সন্ধ্যায় তাদের একসঙ্গে রাতের খাবার উপভোগ করতে দেখা যায়। পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী, তারা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। টিএমজেড-এর রিপোর্টে আরও বলা হয়েছে যে, দিনের শুরুতে দুজনকে মন্ট্রিয়্যাল পার্কে একসঙ্গে হাঁটতেও দেখা গেছে। ট্রুডো জিন্স ও টি-শার্ট পরে কেটির সঙ্গে হাসিমুখে হেঁটেছেন, এমনকি কেটির পোষা কুকুরও তাদের সঙ্গী ছিল। সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।

এই ডিনার ডেটের খবর এমন সময় ছড়ালো, যখন দুজনের জীবনেই বড় ধরনের পরিবর্তন এসেছে। কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেছেন। তাদের চার বছর বয়সী মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে তারা যৌথভাবে দেখাশোনা করবেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান রয়েছে।

রেস্তোরাঁর কর্মীদের মতে, কেটি ও জাস্টিন একাধিক পদের খাবার ও ককটেল উপভোগ করেছেন এবং খাবার শেষে রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন। রেস্তোরাঁর এক প্রতিনিধি জানান, তারা দুজনেই অত্যন্ত বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ ছিলেন।

যদিও তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব নাকি নতুন কোনো প্রেমের দিকে এগোচ্ছে, তা এখনো নিশ্চিত নয়; তবে এই জুটি যে ভক্ত ও সংবাদমাধ্যমকে বেশ অবাক করে দিয়েছেন, তা বলাই বাহুল্য।

রাজু

×