ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ঘোষণার পর কানাডাকে ট্রাম্পের হুমকি

প্রকাশিত: ২০:১৮, ৩১ জুলাই ২০২৫

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ঘোষণার পর কানাডাকে ট্রাম্পের হুমকি

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর কানাডার বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এই অবস্থানে থাকলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই ঘোষণার মাত্র ১২ ঘণ্টা পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি লিখেন: "ওয়াও! কানাডা এখন বলছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দেবে। এ অবস্থায় তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হবে।"

এই হুমকি এমন এক সময় এলো, যখন ট্রাম্প ঘোষিত নতুন ‘লিবারেশন ডে ট্যারিফ’ কার্যকর হওয়ার পথে। এই ট্যারিফ অনুযায়ী যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। চুক্তি না হলে শুক্রবার থেকেই কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসতে পারে।

এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। এদিকে গাজা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। চরম খাদ্য সংকটে রয়েছে অঞ্চলটি।

সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “গাজায় সত্যিই মানুষ অনাহারে ভুগছে। আমি ইসরায়েলের সঙ্গে মিলে সব কিছু স্বাভাবিক করতে চাই।”

নুসরাত

×