
ছবি: সংগৃহীত
আগামী পাঁচ থেকে ছয় দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টারস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, এই সময়ের মধ্যে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে—আমরা কোথায় যাচ্ছি, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যে নির্দিষ্ট সময়ের কথা বলেছেন, তার মধ্যেই নির্বাচন হবে এবং এ বিষয়ে তার দৃঢ় অবস্থান রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, যদি জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে, তবে নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাচনকে ঘিরে ইতিবাচক অবস্থান ও প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
অভ্যুত্থানের পর দেশের ভয়াবহ অর্থনৈতিক দুর্যোগ কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, এই সরকার সেই লক্ষ্য অনেকটাই অর্জন করতে পেরেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। নির্বাচনের আগেই যেকোনো অপরাধ কর্মকাণ্ডকে শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চাঁদাবাজির ক্ষেত্রে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রমাণ মিললে যে–কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সামগ্রিকভাবে সংলাপে উঠে আসে যে, আগামী কয়েক দিন দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সরকার নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
ছামিয়া