ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মাদারীপুর পৌর শহরের প্রধান সড়কের বেহাল দশা, তৈরি হয়েছে মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

প্রকাশিত: ২০:৩৫, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৯, ৩১ জুলাই ২০২৫

মাদারীপুর পৌর শহরের প্রধান সড়কের বেহাল দশা, তৈরি হয়েছে মরণ ফাঁদ

মাদারীপুর পৌর শহরের অন্যতম প্রধান সড়ক শহীদ বাচ্চু সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। পাশাপাশি রাস্তার পাশে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় ৩০০ মিটারজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে ডুবে যায়। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।

মাদারীপুর সদর মডেল থানার সামনের অংশ থেকে শুরু হয়ে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ শহীদ বাচ্চু সড়কটি পুরান বাজারসহ শহরের একমাত্র বাণিজ্যিক এলাকার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং কাদা-পানিতে ভিজে যান চলাচল ও পথচারীদের চলাফেরা হয়ে পড়েছে দুর্বিষহ।

রিকশাচালক ফারুক বলেন, “এই সড়কের ভয়াবহ অবস্থার কারণে রিকশা চালাতে গেলে মাসখানেকের মধ্যেই রিকশার অবস্থা নষ্ট হয়ে যায়।”

শহীদ বাচ্চু সড়কের পাশের ব্যবসায়ী মেসার্স শৈবাল এন্টারপ্রাইজের মালিক নান্নু মুন্সি বলেন, “মাস্টার কলোনি জামে মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য। পৌরসভা ইট বিছিয়ে সাময়িকভাবে সমাধান দিলে অন্তত চলাচল কিছুটা সহজ হবে।”

তরমুগুরিয়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বর বলেন, “জামে মসজিদ থেকে কাজি টাওয়ার পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা যেন মরণফাঁদ। প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

মটখোলা এলাকার ব্যবসায়ী অলিউল হক বলেন, “মটখোলা থেকে কাজির মোড় পর্যন্ত প্রায় ৫০ মিটার রাস্তা খুবই খারাপ। দ্রুত সংস্কার দরকার।”

এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসক মো. হাবিবুল আলম (উপসচিব) বলেন, “আমরা অতি দ্রুত শহীদ বাচ্চু সড়ক মেরামতের কাজ শুরু করব। শুধু এই একটি সড়ক নয়, সারা শহরের অবকাঠামো উন্নয়নেই আমরা কাজ করব।”

নুসরাত

×