
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের পুত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমী এক আবেগঘন ফেসবুক পোস্টে ‘জুলাই বিপ্লবের’ শহীদ ও গাজীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘জুলাই বিপ্লবের শহীদ ও গাযীদের প্রতি আমি এবং আমার পরিবার, বংশধরেরা, পুরো বাংলাদেশের জনগণ চিরঋণী থাকবে।
কেউ তাদের এই ত্যাগের, অর্জনের স্বীকৃতি দিক আর না দিক, তাদের এই অর্জন বিশ্বের ইতিহাসে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে, যা কেয়ামত পর্যন্ত সকল ফ্যাসিবাদদের বিরুদ্ধে সকল নির্যাতিত জাতির জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে।’
আফরোজা