
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার চকচকে ও দীপ্তিময় ত্বকের জন্য বরাবরই প্রশংসিত। এই তারকার সৌন্দর্যের রহস্য জানতে আগ্রহী অনেকেই। যারা দামি প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তাদের জন্য ক্যাটরিনা জানিয়েছেন এক দারুণ সহজ কৌশল।
ক্যাটরিনার মতে, বরফজলে মুখ ডুবিয়ে রাখা ত্বকের ফোলাভাব কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং ত্বককে টানটান ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর। এটি ব্রণের সমস্যা কমাতেও সাহায্য করে। ২০১৭ সালে নিজের একটি ভিডিওতে ক্যাটরিনা নিজেই এই পদ্ধতিটি শেয়ার করেছিলেন, যেখানে তাকে বরফভর্তি একটি পাত্রে মুখ ডুবিয়ে রাখতে দেখা যায়। মজা করে তিনি একে 'নিজস্ব বরফ বালতি চ্যালেঞ্জ' বলেও উল্লেখ করেছিলেন।তবে ক্যাটরিনা শুধু বরফজলেই থেমে থাকেন না। তিনি নিয়মিত গুয়া শা পাথর ব্যবহার করেন, যা ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি ও মুখের কোষে অক্সিজেন সরবরাহে সহায়তা করে তার ত্বককে আরও সজীব রাখে।
রাজু