
ছবি: সংগৃহীত
ছুটির মৌসুম চলছে, আর হাজারো যাত্রী যখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিমানবন্দরগুলো দিয়ে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, তখন একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে TSA (Transportation Security Administration)। তারা যাত্রীদের সতর্ক করেছে—অ্যাপ্রুভড চার্জার ও ব্যাটারি প্যাক ব্যবহার করুন এবং পাবলিক USB পোর্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
TSA-এর মতে, “বিমানবন্দরে সরাসরি কোনো USB পোর্টে আপনার ফোন প্লাগ ইন করবেন না। TSA-অনুমোদিত পাওয়ার ব্রিক বা ব্যাটারি ব্যবহার করুন।”
এই সতর্কতা ‘জুস জ্যাকিং’ নামের এক ধরনের সাইবার হামলার সম্ভাবনার উপর ভিত্তি করে, যেখানে হ্যাকাররা পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করে ডিভাইসে ম্যালওয়্যার ঢুকাতে বা তথ্য চুরি করতে পারে। যদিও অনেক বিশেষজ্ঞ এটিকে অতিরঞ্জিত বলে মনে করেন, তবুও নিরাপত্তা ইন্ডাস্ট্রির সমর্থন এ সতর্কতাকে আরো বাস্তব করে তুলছে।
নর্ডভিপিএনের (NordVPN) অ্যাড্রিয়ানাস ওয়ার্মেনহোভেন (ZDNet সূত্রে) বলেন, “পাবলিক USB পোর্ট কখনোই নিরাপদ মনে করা উচিত নয়।” তাদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ‘চয়েসজ্যাকিং’ নামের আরও বিপজ্জনক এক ধরনের হুমকি, যা স্মার্টফোনের সিস্টেমকে ফাঁকি দিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ডেটা ট্রান্সফার সক্রিয় করতে প্রলুব্ধ করে।
Hackread-এর ভাষায়, “চয়েসজ্যাকিং-এর উত্থান দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞদের বলে আসা সতর্কবার্তাগুলোকেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে—পাবলিক USB পোর্টে চার্জ দেওয়া উচিত নয়। বিমানবন্দর, হোটেল, এমনকি ক্যাফে-তেও, একটি হ্যাকার-কন্ট্রোলড চার্জার আপনার ডিভাইস হাইজ্যাক করতে পারে।”
বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের আক্রমণ উচ্চ ঝুঁকিপূর্ণ পেশা বা পরিস্থিতির ব্যক্তিদের জন্য বেশি চিন্তার বিষয়। তবে তবুও, নিজের চার্জার ও কেবল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়। বিশেষ করে যখন ফোন আনলক অবস্থায় থাকে, তখন এই ধরনের আক্রমণের আশঙ্কা অনেক বেড়ে যায়।
তাই, যদি আপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে, পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার না করাই শ্রেয়।
শিহাব