
কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে "July Beyond Borders" ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানও উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে, জুলাই-আগস্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা তাদের বক্তব্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সুযোগ-সুবিধা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মো. ওয়ালিউর রহমান তার বক্তব্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। তিনি ছাত্র-জনতার নেতৃত্বাধীন অভ্যুত্থানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ও একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গঠনে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়াও তিনি কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বাংলাদেশের অর্থনীতিতে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে গঠিত নতুন বাংলাদেশ গড়তে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বাধীন বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।
সজিব