ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ম লঙ্ঘন! রোমে বাংলাদেশ বিমানের উড়তে দেরি চার ঘণ্টা

ওয়াহেদুজ্জামান দিপু, ইতালি

প্রকাশিত: ১৩:৫৯, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০০, ৩০ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ম লঙ্ঘন! রোমে বাংলাদেশ বিমানের উড়তে দেরি চার ঘণ্টা

ছবি: সংগৃহীত।

ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাত টা বিশ মিনিটে মঙ্গলবার (২৯ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনস'র (BG 355) রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। সেটি রাত ১১ টা বেজে গেলেও ফ্লাইট ছাড়ার ক্লিয়ারেন্স দেয়নি ইতালির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট। 

বিমানে থাকা যাত্রী সুত্রে জানা যায়, ঢাকা থেকে ফ্লাইট ইতালিতে আসার আগে ফ্লাইটের নিচের ভাগে যেখানে মালামাল আপ্লোড করা হয় সেই স্থান গুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। ইতোমধ্যেই অপরিচ্ছন্ন বিমানের ভিতরে সব যাত্রী প্রবেশ করে যায়। কিন্তু ফ্লাইট পরিচ্ছন্ন না থাকায় ইতালির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট ঘোষণা দেয়, সম্পূর্ণ চেক আপ না হওয়া পর্যন্ত ফ্লাইট ছাড়া যাবে না।

এই ভোগান্তির জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবি জানায় বিমানে থাকা যাত্রীরা। ইতালীয়দের ছাড়পত্র পাবার পড় প্রায় চার ঘণ্টা পড় ১১ টা ১৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।

এই বিষয়ে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন জানান, আজ রাতের ফ্লাইট BG 355/29 জুলাই ২০২৫ ঢাকা থেকে ফিউমিসিনো যাওয়ার সময় বাংলাদেশি যাত্রীদের লাগেজে কিছু বিষাক্ত খাবার পাওয়া গেছে বলে জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ। আগত যাত্রীদের লাগেজ নিয়ে তদন্ত চলছে। এই কারণেই ফ্লাইট বিলম্বিত হয়েছে। এটি অবশ্যই আগত যাত্রীদের আগত ব্যাগেজের সমস্যা, তবে বিলম্বের কোনও বিমানের অপারেশনাল কারণ নয়। 

তবে এই ঘটনার সুস্থ তদন্তে দাবি জানান, ইমিগ্রেশন বিশেষজ্ঞ ফিরুজ খান, তিনি জানান এমন একটি আন্তর্জাতিক ফ্লাইটে ত্রুটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। এটি আমাদের দেশের সুনাম নষ্ট করে,আরো সচেতন হয়ে ফ্লাইট পরিচালনা করা দরকার।

বিমানের ভিতরে আটকে থাকা যাত্রীরা জানান, এর জন্য বাংলাদেশ বিমানের লোকজন দায়ী, যার কারণে আমরা বিমানের মধ্যে চার ঘণ্টা আটকে ছিলাম, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হলে সঠিক নিয়ম কানুন মেনে চলা দরকার।

মিরাজ খান

আরো পড়ুন  

×