
বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিদেশি অতিথিদের অংশগ্রহণে চীনের গানসু প্রদেশে রেশম পথের ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির মেলবন্ধন উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে সাতদিনব্যাপী ভ্রমণ ‘এক্সপ্লোর গানসু’।
এই ভ্রমণের মূল প্রতিপাদ্য ছিল প্রাচীন রেশম পথের ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে আধুনিক যুগের সঙ্গে সংযুক্ত করা এবং প্রদেশটির বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরা।
সাতদিনব্যাপী ‘এক্সপ্লোর গানসু’ নামের এই ভ্রমণটি গানসু প্রদেশের কমিউনিস্ট পার্টি ও স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি আয়োজন করে।
এই আয়োজনে ভ্রমণকারীরা ঘুরে দেখেছেন তিব্বতি সংস্কৃতি, প্রাচীন হান সাম্রাজ্যের নিদর্শন, মরুভূমির ভাস্কর্য এবং এমনকি ‘মঙ্গল গ্রহ’-এর মতো বৈজ্ঞানিক অভিজ্ঞতাও।
রেশম পথের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি অন্বেষণের এই অনন্য যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পাকিস্তান এবং ইয়েমেনসহ মোট ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এই ট্যুরের মাধ্যমে গানসু প্রদেশ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং আধুনিক উদ্ভাবনী প্রকল্পগুলোকেও বিশ্ব দরবারে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
এম.কে.