
উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে আবু তাহের প্রকাশ বুছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।
বুধবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ হযরত সুন্দর শাহ (রহঃ) আস্তানা শরীফের পাশে পাহাড়ের চূড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত আবু তাহের একই ইউনিয়নের হাঁপানিয়া বত্তারখিল এলাকার মৃত হাছি মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
Mily