ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কমিটি গঠন

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ,ঢাকা

প্রকাশিত: ২১:০২, ৩১ জুলাই ২০২৫

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কমিটি গঠন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলা জামায়াতের পক্ষে মো. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কমিটিতে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন এডভোকেট মাওলানা ইব্রাহিম, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আলী।

এছাড়াও শূরা সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ, মোস্তাক আহমেদ, মামুনুর রশীদ চৌধুরী, মুফতি মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুস সালাম।

এর আগে, নবাবগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম নামে দুটি কমিটি ছিল। সাংগঠনিক গঠনতন্ত্র মেনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির সূত্র নিশ্চিত করেছেন।

আফরোজা

×