ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাত্র ১০ সেকেন্ডে ‘৭৮৭’ খুঁজে পেলে বুঝে নিন, আপনার চোখ ও মনোযোগ দুটোই তীক্ষ্ণ

প্রকাশিত: ১৬:১৮, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৬:১৯, ৩০ জুলাই ২০২৫

মাত্র ১০ সেকেন্ডে ‘৭৮৭’ খুঁজে পেলে বুঝে নিন, আপনার চোখ ও মনোযোগ দুটোই তীক্ষ্ণ

ছবি: সংগৃহীত

চোখ ধাঁধানো এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে, যেখানে ‘৭৮৭’ খুঁজে পেতে হলে চাই তীক্ষ্ণ চোখ আর অসাধারণ মনোযোগ। আপনি কি পারবেন?

এই ধাঁধাটির চ্যালেঞ্জ খুবই সোজা মনে হতে পারে, কিন্তু ছবির মধ্যে লুকিয়ে থাকা ‘৭৮৭’ খুঁজে বের করার সময় আপনার চোখ ও মস্তিষ্কের উপর বেশ চাপ পড়বে। কারণ, পুরো ছবিজুড়ে ছড়িয়ে আছে একই ধরনের সংখ্যা — ‘৭৩৭’। আর এই প্রায় একই রকম দেখতে সংখ্যাগুলোর ভিড়ে কোথাও একটা আছে ‘৭৮৭’।

চ্যালেঞ্জটা হল: মাত্র ১০ সেকেন্ডে ‘৭৮৭’ খুঁজে বের করা!
তাই চোখ-কান খোলা রাখুন, মনোযোগ বাড়ান — এখনই শুরু করুন।

কেন এমন বিভ্রান্তি হয়?

এই ধরণের ইলিউশন আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যকার সম্পর্ককে বিভ্রান্ত করে। কারণ ‘৭’, ‘৩’, আর ‘৮’ — সবগুলো অংকের গঠন কাছাকাছি। পাশাপাশি এদের ঘন ঘন পুনরাবৃত্তি আমাদের চোখকে বিভ্রান্ত করে তোলে।

এই ধাঁধাটি মূলত দুটি জিনিস পরীক্ষা করে:

দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা
মনোযোগ ও সূক্ষ্ম খুঁটিনাটি ধরার ক্ষমতা

আপনি যদি একনজরে দেখে ‘৭৮৭’ খুঁজে পেতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার চোখ যথেষ্ট ভালো এবং মনোযোগ দারুণ ধারালো।

উত্তরটা কোথায়?

যারা এখনও খুঁজে পাননি, তাঁদের জন্য হিন্ট দেওয়া যাক — নিচের দিকে তাকান, বিশেষ করে শেষ সারির দিকে।
সেখানে একটা ‘৭৮৭’ লুকিয়ে আছে, যার মাঝের অঙ্কটি ‘৮’, যা বাকিদের ‘৩’-এর থেকে একটু আলাদা দেখাবে।

একবার চোখে পড়লে মনে হবে, “আরে! এতক্ষণ কেন দেখতে পেলাম না?” — এটাই অপটিক্যাল ইলিউশনের মজা।

যদি আপনি খুঁজে পান...

তাহলে অভিনন্দন! এর মানে আপনি:

  • তীক্ষ্ণ চোখের অধিকারী

  • চমৎকার মনোযোগ ধরে রাখতে পারেন

  • খুঁটিনাটি ধরতে পটু

আর যদি না পান, চিন্তা নেই। এমন বিভ্রান্তিকর চিত্র অনেকেরই চোখ এড়িয়ে যায়। বারবার দেখলে চোখ ধাতস্থ হয়ে যায় — এবং একসময় ঠিকই ধরা পড়ে।

এই রকম অপটিক্যাল ইলিউশন কেবল মজারই নয়, আমাদের মস্তিষ্কের জন্য ভালো এক্সারসাইজও বটে। আপনার মনোযোগ, পর্যবেক্ষণ ক্ষমতা এবং স্নায়ুর প্রতিক্রিয়া—all একসাথে কাজে লাগাতে হয়।

তাহলে এবার বলুন, আপনি কি ১০ সেকেন্ডেই খুঁজে পেয়েছেন ‘৭৮৭’? 

শিহাব

×