
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেপ্টেম্বর ২ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া ভিসা ইন্টারভিউ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অধিকাংশ নন-ইমিগ্রান্ট ভিসার আবেদনকারীদের জন্য সরাসরি সাক্ষাৎকার (ইন-পার্সন ইন্টারভিউ) বাধ্যতামূলক করা হয়েছে, যা গত কয়েক বছর ধরে চালু থাকা ব্যাপক ছাড়প্রাপ্তির (waiver) সুযোগকে বাতিল করে দিচ্ছে।
কেন এটি গুরুত্বপূর্ণ
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নন-ইমিগ্রান্ট ভিসার ইন্টারভিউ ছাড়ের সুযোগ (interview waiver program) এখন থেকে অনেক সীমিত পরিসরে চালু থাকবে। নতুন নিয়মে প্রায় সব আবেদনকারীকে দূতাবাস বা কনস্যুলেটে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
শুধু কূটনৈতিক ভিসা আবেদনকারী এবং নির্দিষ্ট কিছু B-1/B-2 ক্যাটাগরির ভিসাধারীর ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। উল্লেখযোগ্যভাবে, এখন থেকে ১৪ বছরের নিচে এবং ৭৯ বছরের উপরে যেসব আবেদনকারী আগে সাক্ষাৎকার থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পেতেন, তারাও এই নিয়মের আওতায় সাক্ষাৎকারে অংশ নিতে বাধ্য হবেন।
এই পদক্ষেপে হাজার হাজার ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়িক পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রভাবিত হবেন। এর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট পুনরায় সরাসরি যাচাই ও নিরাপত্তা পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
কী জানা দরকার
যদিও অধিকাংশের জন্য সাক্ষাৎকার বাধ্যতামূলক হচ্ছে, কিছু ক্যাটাগরির আবেদনকারী এখনও ছাড়ের আওতায় থাকবেন।
যাদের ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড় থাকবে, তারা হলেন:
-
কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদনকারী (যেমন: A-1, A-2, C-3 [ব্যক্তিগত কর্মী ছাড়া], G-1 থেকে G-4, NATO-1 থেকে NATO-6, এবং TECRO E-1)
-
যেসব আবেদনকারী তাদের পূর্ণ-মেয়াদি B-1, B-2 বা B1/B2 ভিসা অথবা মেক্সিকান নাগরিকদের জন্য Border Crossing Card/ Foil নবায়ন করতে চান
শর্ত:
-
নবায়নের আবেদনটি আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে করতে হবে
-
পূর্ববর্তী ভিসা ইস্যুর সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
-
আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যানের ইতিহাস না থাকতে হবে (যদি না তা পরবর্তীতে মওকুফ বা সমাধান করা হয়ে থাকে)
-
আবেদনকারীকে নিজ দেশ বা স্থায়ী আবাসভূমি থেকেই আবেদন করতে হবে
-
কোনো সুস্পষ্ট বা সম্ভাব্য অযোগ্যতার কারণ থাকতে পারবে না
এই নতুন নীতিমালা ১৮ ফেব্রুয়ারির পুরনো নিয়মকে বাতিল করে এবং মহামারির পর বিশ্ব ভ্রমণ স্বাভাবিক অবস্থায় ফেরায় আরও কঠোর যাচাই ব্যবস্থার দিকেই ইঙ্গিত দেয়।
সানজানা