ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গঙ্গাচড়ায় গৃহবধূকে গণধর্ষণের পর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

শাহজালাল শ্রাবণ, গংগাচড়া, রংপুর

প্রকাশিত: ১৯:১৮, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৯, ৩১ জুলাই ২০২৫

গঙ্গাচড়ায় গৃহবধূকে গণধর্ষণের পর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের পর আত্মহত্যায় প্ররোচনার মামলায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জুয়েল রানা (২২)। তিনি গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত গাউছিয়া বাজার এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‍্যাব-১৩, সদর কোম্পানি এবং র‍্যাব-১, ব্যাটালিয়ন সদর ক্যাম্পের যৌথ অভিযানে রাজধানীর উত্তরার সেক্টর-৪ এর আল আমিন কফি শপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী পাটশাক তুলতে বাড়ির পাশের ক্ষেতে গেলে অভিযুক্ত জুয়েল রানা ও আরও কয়েকজন যুবক মিলে তাঁকে ধর্ষণ করে। এ সময় তাঁরা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি গোপন রাখতে ওই নারীকে হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাবও দেওয়া হয়।

পরবর্তীতে গত ৭ জুলাই রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশের উপস্থিতিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকে কোন সুরাহা না হওয়ায় এবং অপমানজনক আচরণের মুখে ওই নারীকে আত্মহত্যা করতে বলা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর ৯ জুলাই বিষণ্ণ ওই নারী ঘুমের ওষুধ সেবন করলে তাঁকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। ওইদিনই নিহত নারীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ, পর্নোগ্রাফি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজু

×