
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় রিমি ডাইং নামের একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে অভিযানের এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফতুল্লার ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে নারায়ণগঞ্জের সদর উপজেলা ফতুল্লার রিমি ডাইং নামের প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রাজু