ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন 

নির্বাচনে পি.আর পদ্ধতির কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

সাইফুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত: ১৯:১৫, ৩১ জুলাই ২০২৫

নির্বাচনে পি.আর পদ্ধতির কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, জাতীয়  নির্বাচনে পি.আর পদ্ধতির কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপিকে ঠেকানোর জন্য একটি পক্ষ আদাজল খেয়ে নেমেছেন। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? তিনি আরো বলেন, যারা রাজনীতিতে এতিম ও দেউলিয়া, নির্বাচন করলে যাদের জামানত থাকবে না। সেই দলগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা মুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ফলে পতিত ফ্যাসিবাদদের রাজনীতিতে পুর্নবাসন করার জন্য সুযোগ করে দিচ্ছেন। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরী হয়েছিল, সেখানে এখন বিভক্তি তৈরী করা হচ্ছে। বিনা কারনে উৎকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিশেদাগার করা হচ্ছে। আমরা কারো প্রতিপক্ষ নই।

তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মার্চ ফর জাষ্টিস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিট এর উদ্যেগে আয়োজিত পদযাত্রায় এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরো বলেন, বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষর রয়েছে। এছাড়া যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সাথে কোন আপোষ নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা নির্বাচন করতে ভয় পায় তারাই এসব বলে পরিস্থিতিকে ঘোলা করছে। জনগণের পাল্স বুঝে নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষনা করেন।

ফ্যাসিবাদ সম্পর্কে তিনি বলেন, আগামী ১শত বছরেও আওয়ামীলীগ বাংলাদেশে ফিরতে পারবে না। তাদের দাফন কাফন হয়ে গেছে। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করা অধিকার নিষিদ্ধ করেছে। দেশের জনগণ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। জামাত ও এনসিপিকে ইঙ্গিত দিয়ে বলেন, আপনাদের ভুলের কারনে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে।

আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: মাসুদুল আলম ভূইয়ার সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: আব্দুল মান্নান ভূইয়া, সাবেক সভাপতি এড.শাজাহান , সাবেক সভাপতি অ্যাড: আব্দুল বাছেদ ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাড: এ কে এম নুরুল ইসলাম নুরন্নবী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল কাদের ভূইয়া টিটু, নরসিংদী জেলা আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক অ্যাড: মোঃ শাহজাহান মিয়া, নির্বাহী সদস্য অ্যাড: কাজী শিশির আহমেদ প্রমুখ।

 

রাজু

×