ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ছাত্রজীবনে মাত্র ১ থেকে ২ ঘন্টা ব্যয় করে আয়ের ৭টি সহজ উপায়

প্রকাশিত: ২১:৩০, ৩০ জুলাই ২০২৫

ছাত্রজীবনে মাত্র ১ থেকে ২ ঘন্টা ব্যয় করে আয়ের ৭টি সহজ উপায়

ছবি : সংগৃহীত

শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, এখন শিক্ষার্থীরাও চাইলে ঘরে বসেই আয় করতে পারেন মাসে কয়েক হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত! বিশেষ করে ডিজিটাল স্কিল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা সম্ভাবনার পথ। জেনে নিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ৭টি সহজ ও লাভজনক অর্থ উপার্জনের উপায়—


১. ফ্রিল্যান্সিং: ঘরে বসে বৈদেশিক আয়

আয় সম্ভাবনা: মাসে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা বা তারও বেশি
Fiverr, Upwork, Freelancer-এর মতো ওয়েবসাইটে ডিজাইন, লেখালেখি, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি ইত্যাদি কাজ করে ভালো আয় করা যায়। ইংরেজি ও কম্পিউটার স্কিল থাকলে শুরু করা সহজ।


২. ঘরে বসে প্রাইভেট টিউশন

আয় সম্ভাবনা: মাসে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা
স্কুল বা কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রাইভেট টিউশন দিয়ে আয় করা সম্ভব। চাইলে Zoom বা Google Meet-এর মাধ্যমে অনলাইনেও পড়ানো যায়।


৩. কনটেন্ট ক্রিয়েশন (YouTube / Facebook Reels / TikTok)

আয় সম্ভাবনা: শুরুতে ১,০০০-৫,০০০ টাকা, নিয়মিত হলে ১০,০০০-৩০,০০০+
নিজের তৈরি ভিডিও কনটেন্ট ইউটিউবে আপলোড করে গুগল অ্যাডসেন্স, স্পনসর ও অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আয় করা যায়। মুখ না দেখিয়ে ভয়েসওভার কনটেন্ট করেও আয় সম্ভব।


৪. ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ চালানো

আয় সম্ভাবনা: পেজ জনপ্রিয় হলে ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা+
মিম, ফুড রিভিউ, শিক্ষামূলক কনটেন্ট বা লাইফস্টাইল ভিত্তিক পেজ চালিয়ে ফলোয়ার বাড়িয়ে স্পনসরশিপ ও পেইড প্রোমোশনের মাধ্যমে আয় করা যায়। পেজ বিক্রিও করা যায়।


৫. অনলাইন রিসেলিং বা ড্রপশিপিং

আয় সম্ভাবনা: মাসে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা+
বিভিন্ন ই-কমার্স পণ্যের অর্ডার নিয়ে কমিশন ভিত্তিক বিক্রি করা যায়। নিজে কোনো পণ্য স্টক করতে হয় না। Facebook Marketplace বা Instagram ব্যবহার করলেই শুরু করা যায়।


৬. অনুবাদ ও অনলাইন লেখালেখি

আয় সম্ভাবনা: প্রতি কাজের জন্য ৩০০–২,০০০ টাকা, মাসে ১০,০০০+
অনুবাদ, ব্লগ লেখা, নিউজ বা SEO আর্টিকেল লেখার মাধ্যমে আয় সম্ভব। দেশি-বিদেশি ওয়েবসাইটে এসব কাজের প্রচুর চাহিদা রয়েছে।


৭. অ্যাফিলিয়েট মার্কেটিং

আয় সম্ভাবনা: মাসে ২,০০০–১৫,০০০ টাকা (কন্টেন্ট ও ফলোয়ার সংখ্যার ওপর নির্ভর করে)
Daraz, Amazon বা অন্যান্য সাইটের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে পণ্য বিক্রি হলে কমিশন পাওয়া যায়। Facebook পেজ, WhatsApp গ্রুপ বা YouTube-এ কাজ শুরু করা যায়।


বিশেষ পরামর্শ:

🔹 শুরুতে কম আয় হলেও ধৈর্য ধরে কাজ করলে আয় নিয়মিতভাবে বাড়ে।

🔹 ১টি স্কিল শিখে প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দিলে ৩-৬ মাসের মধ্যে ভালো ইনকাম সম্ভব।

🔹 অনলাইনে প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

 

একজন শিক্ষার্থী চাইলে শুধুমাত্র স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে নিজের পকেটখরচ তো তুলতেই পারেন, বরং পরিবারকেও আর্থিকভাবে সহায়তা করতে পারেন। এই পথগুলোর যেকোনো একটি বেছে নিয়ে শুরু করলেই সফলতা ধরা দিতে পারে আপনার হাতের মুঠোয়।

Mily

আরো পড়ুন  

×