
গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও এইচএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পুরষ্কার বিতর অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে এইসএসসি’র ১২জনকে ১০হাজার টাকা ও এইচএসসি’র ১২জনকে ২৫হাজার টাকা করে মোট ২৪জনকে সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সিটিটিউটশনস ষ্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেষ্ট ও প্রসংশা পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'একজন ছাত্র ১৩শত নম্বরের মধ্যে ১২শত ৮৫ নম্বর পেলেই যে ভাল ছাত্র তা কিন্তু নয়। শিক্ষীর্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে'। তিনি বলেন , 'আজ যারা পুরষ্কার পেয়েছ শুধু তারাই নয় প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যের দিকে মনোযোগী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে পুরষ্কার তোমাদের অনুপ্রেরনা যোগাবে এবং তোমাদেরসহ তোমাদের শিক্ষক এবং প্রতিষ্ঠানের সম্মান বয়ে আনবে।'
এছাড়া শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা শুধু ক্লাসে পাঠ দান করবেন এটা নয় পাঠ দান ছাড়াও আপনাদের অনেক দায়ীত্ব রয়েছে। এজন ছাত্রকে শুধু পুথিগত শিক্ষা দিলেই দায় শেষ হয়ে যায়না। ওই শিক্ষার্থীকে পুথিগত শিক্ষার সাথে সাথে কিভাবে একজন মানবিক শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় সেই দিকেও আপনার গুরুত্ব পুর্ন ভুমিকা রয়েছে। প্রতিটি শিক্ষার্থী যাতে মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে তার জন্য আপনাদের কাজ করে যেতে হবে।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল-মামুন তালুকদারের সভাপতিত্বে ও যাথালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মওকত আকবর, মাধ্যমিক শিক্ষক সমিতির মসভাপতি মোখলেছুর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান, শিরাজগঞ্জ মনছুর আলী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম, চন্দ্রা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু আনন্দ কুমার দাস, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছামিয়া