
ছবিঃ সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। তাদের ঐক্যের মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণে সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের অধীনে স্বাধীনতা হারিয়েছি, যার অবসান ঘটেছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। এখন বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি করা হচ্ছে, তা পরাজিত শক্তিকে আহ্বান জানাচ্ছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহমদ খান এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী।
দিনব্যাপী আয়োজনে আরও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা। সকাল ৯টায় জহির রায়হান মিলনায়তনে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতায় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বেলা দেড়টায় ‘অদম্য-২৪’ চত্বরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই গাথা’ অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় নাটক, নৃত্যনাট্য, গান ও কবিতা।
ইমরান