
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এ নির্বাচনী বিধিমালা প্রকাশিত হয়। বিধিমালার অনুচ্ছেদ ৩ (ঙ) ধারায় প্রার্থীতার বিষয়ে ডোপ টেস্ট সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী আচরণ সংক্রান্ত এ বিধিমালায় ১০টি অনুচ্ছেদে মোট ৩৯ টি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীদের ডোপ টেস্টে ফলাফল পজিটিভ হলে প্রার্থীতা বাতিল হবে।
আচরণ বিধিতে বলা হয়, এই বিধিমালা "রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন আচরণবিধি, ২০২৫" নামে অভিহিত হবে এবং প্রতিনিধি নির্বাচনের শিডিউল ঘোষণার দিন হতে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিধিমালার অনুচ্ছেদ ২ এর (ক) ও (গ) অনুযায়ী, প্রার্থী মনোনীত কারো মাধ্যমে মনোনয়ন সংগ্রহ করতে পারবে। তবে প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। অনুচ্ছেদ ৩ এর (ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না। অনুচ্ছেদ ৪ এর (খ) তে বলা হয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচনের দিন ভোট গ্রহণের ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত সকল প্রকার নির্বাচনী প্রচারণা করতে পারবে। প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। একই অনুচ্ছেদের (ঙ) ও (চ) তে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, নির্বাচনী প্রচারণায় কোনো ভবনের দেয়ালে নির্বাচন সংক্রান্ত লেখনী ও পোস্টার লাগানো যাবে না। একই অনুচ্ছেদের (ঝ) ধারায় অনুযায়ী একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
অনুচ্ছেদ ৪ এর (ঢ) ধারায় বলা হয়েছে, কোন সময়ই বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।
বিধিমালার অনুচ্ছেদ ৫ এ বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে পরিচিতি সভায় প্রবেশ করতে পারবে। ভোটকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত অনুচ্ছেদ ৬ এর (ঘ) ধারায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন ও ইলেকট্রনিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ রাখতে হবে। বুথের অভ্যন্তরে কোনভাবেই এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করা যাবে না বা কোনো প্রকার ছবি তোলা ও ভিডিও করা যাবে না। অনুচ্ছেদ ৭ অনুযায়ী, নির্বাচনের দিনে ভোটার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত ক্যাম্পাসে অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
সর্বশেষ নির্বাচনবিধি লঙ্ঘন সংক্রান্ত অনুচ্ছেদ ১০ এর (খ) ধারায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দন্ডিত হবে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজু