
ছবি: দৈনিক জনকন্ঠ।
মাগুরায় অবিরাম বৃষ্টির ফলে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলেজপাড়া, সাহাপাড়া, হাসপাতালপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় বাসিন্দারা হাঁটু পানি ভেঙে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ড্রেনগুলো সঠিকভাবে কাজ না করায় পানি নিষ্কাশন হচ্ছে না। জমে থাকা পানির মধ্য দিয়ে চলাচল করায় নাগরিকদের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে কলেজপাড়া এলাকার কয়েক হাজার মানুষকে নিয়মিত হাঁটু পানি পেরিয়ে শহরে যাতায়াত করতে হচ্ছে।
বৃষ্টির কারণে নন্দুয়ালী পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বাসযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে কবে এই দুর্ভোগের অবসান হবে-তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
মিরাজ খান