
ছবি: সংগৃহীত
একটি চমকপ্রদ অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রান্তিমূলক ছবি রেডিট-এ ভাইরাল হয়েছে, যেখানে একটি কাঠঠোকরা গাছের গুঁড়িতে এমনভাবে লুকিয়ে আছে যে তা অনেকের চোখেই ধরা পড়ছে না।
ছবিটি প্রথম দেখায় একদম সাধারণ মনে হলেও, এতে রয়েছে একটি অসাধারণ চ্যালেঞ্জ। একটি পুরু ও খসখসে গাছের গুঁড়ি এবং ছড়িয়ে থাকা ডালপালার মাঝে কোথাও একটি কাঠঠোকরা লুকিয়ে রয়েছে — ঠিক যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। অনেকেই এই পাখিটিকে খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।
ছবিটি দেখুন:
(রেডিট/SCHFTW সূত্রে নেওয়া)
এই ভিজ্যুয়াল চ্যালেঞ্জটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে রেডিটে, যেখানে অনেক ব্যবহারকারী তাদের খোঁজার অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ সহজেই পাখিটিকে খুঁজে পেয়ে মন্তব্য করেছেন — “ঠিক ডান পাশে, মাঝ বরাবর,” আবার কেউ হালকা মজা করে লিখেছেন, “সকাল সকাল কাঠঠোকরা!”
তবে সবার অভিজ্ঞতা একরকম ছিল না। একজন মন্তব্য করেছেন, “এটা আসলেই কঠিন,” আরেকজন সাহায্য করতে গিয়ে নির্দেশনা দেন, “মাঝখানের গুঁড়ির ডান দিকে, প্রায় এক ফুট ওপরে। ডানদিকে ধরে রয়েছে।”
একজন ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লেখেন, “প্রায় একদম ছবির মাঝখানে, খালি চোখে ধরা পড়ে না।” কেউ কেউ আবার অন্যদের খেলার মজাটি নষ্ট না করতে চুপ থাকেন — “আমি পেয়েছি, কিন্তু বলব না। অন্যরাও চেষ্টা করুক।”
এমন ভিজ্যুয়াল চ্যালেঞ্জ এখন ট্রেন্ডে
এই ধরনের অপটিক্যাল ইলিউশন বা ব্রেইন টিজার এখন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রেডিট ও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়। চোখের ধাঁধা, দ্বৈত চিত্র কিংবা গোপন কিছু খুঁজে বের করার মতো চ্যালেঞ্জ কেবল বিনোদন নয়, বরং মস্তিষ্কের জন্যও দারুণ অনুশীলন। এগুলো পর্যবেক্ষণ শক্তি, মনোযোগ ও ভিজ্যুয়াল মেমোরি বাড়াতে সাহায্য করে।
তাহলে, আপনি কি কাঠঠোকরাটিকে খুঁজে পেয়েছেন?
যদি না পেয়ে থাকেন, তাহলে আবার ভালো করে দেখুন— হতে পারে সেটা ঠিক আপনার চোখের সামনেই রয়েছে।
শিহাব