ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইতালির গোল্ডেন ভিসা: ধনীদের ইউরোপে সহজ প্রবেশের নতুন দরজা

প্রকাশিত: ২০:৫৩, ২৯ জুলাই ২০২৫

ইতালির গোল্ডেন ভিসা: ধনীদের ইউরোপে সহজ প্রবেশের নতুন দরজা

ছবিঃ সংগৃহীত

ইউরোপে পা রাখতে চাইছেন, কিন্তু স্থায়ীভাবে বসবাস বা অনেক কাগজপত্রের ঝামেলায় যেতে ইচ্ছুক নন? তাহলে ইতালির গোল্ডেন ভিসা হতে পারে আপনার জন্য এক দারুণ সুযোগ। বিশেষ করে ভারতের উচ্চবিত্তদের জন্য, এই ভিসা এখন একেবারে হট পছন্দ।

এই ভিসা প্রোগ্রামে আপনি ইতালিতে থাকতেই বাধ্য নন, তবুও ইউরোপের শেঙ্গেন অঞ্চলে অবাধে যাতায়াত করতে পারবেন। বিনিয়োগের মাধ্যমেই আপনি এই সুযোগ পাবেন, যার শুরু মাত্র €২,৫০,০০০ থেকে।

বিনিয়োগের অপশনগুলো কী কী?
আপনার পছন্দমতো আপনি নিচের যেকোনো একটি পথে বিনিয়োগ করতে পারেন:

  • €২০ লাখ: ইতালির সরকারি বন্ডে
  • €৫ লাখ: ইতালির কোনও কোম্পানিতে (স্টার্টআপ হলে €২.৫ লাখেই চলবে)
  • €১০ লাখ: ইতালির সমাজকল্যাণমূলক প্রকল্পে অনুদান (যেমন শিক্ষা, গবেষণা বা সংস্কৃতি)

আর আপনি যদি অবসরপ্রাপ্ত হন, অথবা বিদেশ থেকে নিয়মিত আয় থাকে, তাহলে ‘Elective Residence Program’ নামে আরেকটি বিকল্পও রয়েছে।

ভিসা প্রক্রিয়া খুব সহজ এবং দ্রুত
বিশেষজ্ঞরা বলছেন, ভিসা পাওয়ার প্রক্রিয়া বেশ দ্রুত। অনেক সময় মাত্র ৭ থেকে ১৪ দিনের মধ্যেই অনুমোদন মিলে যায়। তবে হ্যাঁ, আগে আপনার আর্থিক সক্ষমতা যাচাই করা হয়।

প্রথমে ২ বছরের জন্য ভিসা মেলে, যা পরে আরও ৩ বছরের জন্য নবায়নযোগ্য। ভিসা পাওয়ার পর ৩ মাসের মধ্যে নির্ধারিত বিনিয়োগ করতে হবে, এবং ইতালিতে একটি বাসস্থান (ভাড়া বা কেনা) নিতে হবে।

৫ বছর পর আপনি স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে পারেন, আর ১০ বছর পর নাগরিকত্বের আবেদন করার সুযোগও থাকে।

যুক্তরাষ্ট্র না, কেন অনেকেই এখন ইতালিকেই বেছে নিচ্ছেন?
অনেক ভারতীয় বিনিয়োগকারী এখন যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইতালিকে বেছে নিচ্ছেন। কারণ? যুক্তরাষ্ট্রে আপনি থাকেন বা না থাকেন, সারা বিশ্বের আয়ের উপর কর দিতে হয়। কিন্তু ইতালিতে আপনি চাইলে তবেই ট্যাক্স রেসিডেন্ট হবেন। জোর নেই।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের নতুন $৫ মিলিয়নের গোল্ডেন ভিসার প্রতি এখনো ভারতীয়দের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

ইউরোপের নাগরিকত্ব, অথচ নিজের ঘরেও থাকা যায়!
এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো—আপনাকে সঙ্গে সঙ্গে ইতালিতে গিয়ে থাকতে হবে না। আপনি দূর থেকেই সব কিছু পরিচালনা করতে পারেন। এমনকি আপনার পরিবারের সদস্যরাও (স্বামী-স্ত্রী, সন্তান, বাবা-মা) একই ভিসায় যুক্ত হতে পারেন, তাও কোনও অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই।


বিশ্ব নাগরিক হতে চাইছেন? ইউরোপের দরজায় সহজে পৌঁছাতে চাইলে, ইতালির গোল্ডেন ভিসা হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ ও স্মার্ট পছন্দ।

 

মারিয়া

×