
ছবি- দৈনিক জনকণ্ঠ
কুমিল্লার দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অনুমতি বিহীনভাবে পরিচালিত একটি কয়েল ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় অবস্থিত “মেসার্স মরিয়ম কনজুমার প্রডাক্টস” নামের ওই ফ্যাক্টরিতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম।
অভিযানে ফ্যাক্টরিতে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় এবং ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় জরিমানা আদায় করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ প্রদান করেন ম্যাজিস্ট্রেট। তিনি জানান, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী আইন লঙ্ঘন করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত মালিক প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দাসকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানকালে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং দেবীদ্বার থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কোনো সঠিক অনুমতি বা পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠানটি কয়েল উৎপাদন করে আসছিল। এতে করে এলাকাবাসী দূষণ ও দুর্গন্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তবে এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোভা