
ছবি: সংগৃহীত।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ সেপ্টেম্বরেই বাজারে আসছে। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যেই আইফোন ১৭-এর লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।
এর আগেই ফাঁস হয়ে গেছে আইফোন ১৭ প্রো-এর সম্ভাব্য ডিজাইন, ফিচার ও দাম। ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ প্রো মডেলটি হবে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ও আলোচিত স্মার্টফোন। ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
প্রো মডেলের অন্যতম আকর্ষণ হতে পারে নতুন ধরনের ক্যামেরা সেটআপ। পেছনের অংশে থাকবে একটি ‘ভাইজার’ স্টাইল ক্যামেরা আইল্যান্ড, যা ফোনের ওপরের অর্ধেক জুড়ে বিস্তৃত হবে। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী @Skyfops একটি পোস্টে দাবি করেছেন, তিনি একটি পরীক্ষামূলক আইফোন ডিভাইস দেখেছেন এবং দুটি ছবিও প্রকাশ করেছেন।
একটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি একটি অচেনা আইফোন মডেল ধরে আছেন, যা দেখতে অনেকটাই আইফোন ১৬ প্রো-এর মতো, তবে অ্যাপলের লোগোটি আড়াল করে রাখা হয়েছে। ক্যামেরা ইউনিটটি ট্রিপল রিয়ার লেন্স হলেও ভিন্নতা রয়েছে ফ্ল্যাশ ও LiDAR সেন্সরের অবস্থানে। যেখানে আইফোন ১৬ প্রো-তে উভয়টি বাম দিকে থাকে, সেখানে এই মডেলে ডান দিকে দেখা যাচ্ছে।
এই ছবি ঘিরে বিতর্ক আরও বেড়েছে প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যানের মন্তব্যে। ব্লুমবার্গের এই সাংবাদিক বলেছেন, “বাহ! এটা তো বৈধই মনে হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, আইফোন ১৭ প্রো-তে ক্যামেরা সংক্রান্ত বড় আপগ্রেড আসছে। এতে ৮x অপটিক্যাল জুম সুবিধাসহ একটি নতুন মুভেবল টেলিফোটো লেন্স যুক্ত হতে পারে। এই লেন্সটি নির্দিষ্ট এক ফোকাল লেন্থে সীমাবদ্ধ না থেকে ধারাবাহিকভাবে অপটিক্যাল জুমের সুবিধা দিতে পারবে। এছাড়া ফোনটিতে একটি প্রফেশনাল ক্যামেরা অ্যাপ ও নতুন ডিজাইনের ফিজিক্যাল কন্ট্রোলও থাকতে পারে।
নুসরাত