ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সুইজারল্যান্ডে পড়াশোনার সুবর্ণ সুযোগ! আগামী সপ্তাহেই খুলছে স্কলারশিপের দরজা

প্রকাশিত: ১৫:২৯, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩১, ২৯ জুলাই ২০২৫

সুইজারল্যান্ডে পড়াশোনার সুবর্ণ সুযোগ! আগামী সপ্তাহেই খুলছে স্কলারশিপের দরজা

ছবি: সংগৃহীত

প্রতি বছর, আন্তর্জাতিক বিনিময় এবং গবেষণায় সহযোগিতা উৎসাহিত করতে সুইস কনফেডারেশন ১৮০টিরও বেশি দেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রদান করে Swiss Government Excellence Scholarships। এই স্কলারশিপের নির্বাচনী দায়িত্ব পালন করে Federal Commission for Scholarships for Foreign Students (FCS)।

 

 ‍

স্কলারশিপের ধরন ও উদ্দেশ্য

এই স্কলারশিপ মূলত তরুণ এবং প্রতিভাবান গবেষকদের জন্য, যারা ইতোমধ্যে মাস্টার্স বা পিএইচডি সম্পন্ন করেছেন।
বর্তমানে ১৮৩টি দেশের আবেদনকারীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের আওতায় আবেদনকারীরা সুইজারল্যান্ডের যে কোনো ক্যান্টোনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, অথবা দুইটি ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি (ETH Zurich বা EPFL)-এর যেকোনো একটি অথবা ETH ডোমেইনের অধীনস্থ চারটি গবেষণা প্রতিষ্ঠান (PSI, WSL, Empa, Eawag)-এ গবেষণার সুযোগ পাবেন।

আবশ্যিক শর্ত

আবেদনের জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো — সুইজারল্যান্ডে কোনো একজন একাডেমিক সুপারভাইজারকে গবেষণার জন্য আগ্রহ প্রকাশ করে সমর্থন দিতে হবে, যিনি আবেদনকারীর গবেষণাকে তত্ত্বাবধান করবেন।

স্কলারশিপের প্রকারভেদ

বিদেশি শিক্ষার্থীদের জন্য তিন ধরনের স্কলারশিপ প্রযোজ্য:

১. রিসার্চ ফেলোশিপ
২. পিএইচডি স্কলারশিপ
৩. পোস্ট ডক্টরাল স্কলারশিপ

আর্থিক সহায়তা:

রিসার্চ ফেলোশিপ, পিএইচডি স্কলারশিপ এবং Art স্কলারশিপ: প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা দেওয়া হবে, যা একজন ব্যক্তির প্রাথমিক জীবনযাত্রার খরচ মেটাতে যথেষ্ট।
পোস্ট ডক্টরাল স্কলারশিপ : প্রতি মাসে CHF ৩,৫০০ প্রদান করা হবে।

 

 

 

বাছাই প্রক্রিয়া

আবেদনপত্র জমা দিতে হবে নিজ নিজ দেশের *সুইস কূটনৈতিক মিশনে*।
FCS নিম্নলিখিত তিনটি প্রধান মানদণ্ড অনুযায়ী আবেদনগুলো মূল্যায়ন করবে:

১. আবেদনকারীর প্রোফাইল
২. গবেষণা প্রকল্প বা শিল্পকর্মের মান
৩. ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার সম্ভাবনা ও সমন্বয়

 সময়সূচি

* আবেদন শুরু: ৪ আগস্ট, ২০২৫
* ফলাফল ঘোষণা: ২০২৬ সালের মে মাসের শেষে
  (ফলাফল ঘোষণা হবে পরবর্তী একাডেমিক বছরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা)

এই স্কলারশিপ শুধুমাত্র উচ্চশিক্ষায় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার নয়, বরং এটি বৈশ্বিক জ্ঞান ও উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছে সুইস কর্তৃপক্ষ।

 

 

 

ছামিয়া

×