
ভারতের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী একতা কাপূরের ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় এসেছিলেন। রাতারাতি তাঁর জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়ে ফেলে।
সেই সময় একাধিক পানীয়, অন্তর্বাস ও পানমশলার বিজ্ঞাপনের প্রস্তাব পান। পারিশ্রমিক ছিল সিরিয়ালের তুলনায় দশগুণ বেশি, তবু হেলায় ফিরিয়ে দেন স্মৃতি ইরানি। যখন ধারাবাহিক শুরু করেন তখন ১৭০০ টাকা দিনে পেতেন। যদিও যখন ধারাবাহিক ছাড়েন সেই সময় তিনি ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। কিন্তু কোন কারণে এত বিপুল অর্থের হাতছানি পত্রপাঠ বিদায় করেন স্মৃতি?
‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র আগেই অভিনেত্রী বিয়ে করেন জুবিন ইরানিকে। সেই সময় অর্থনৈতিক সচ্ছলতা একেবারেই ছিল না। ধারাবাহিক চলাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যখন কাজ করা শুরু করেন ব্যাংক অ্যাকাউন্টে পড়ে ছিল ২০ হাজার টাকা। তার উপর ছিল প্রায় ৩০ লাখ টাকার গৃহঋণ। ঠিক সেই সময় সুযোগ আসে একতার সিরিয়ালে।
যদিও পরে স্মৃতি অভিযোগ করেন, যত টাকা পারিশ্রমিক পাওয়া উচিত ছিল, তার অর্ধেকও পাননি। এমন এক সময় একাধিক পানমশলা, অন্তর্বাসের বিজ্ঞাপনের সুযোগ আসে স্মৃতির কাছে। কিন্তু টাকার প্রলোভনে কখনও পা দেননি।
স্মৃতির সাফ কথা, ‘‘চারটে পুরুষের সঙ্গে দাঁড়িয়ে অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারব না।’’ এর কারণ হিসেবে স্মৃতি বাখ্যা করে বলেন, ‘‘আমাকে কত পরিবারের বয়স্করা, বাচ্চারা দেখেন। সেই সময় যদি হঠাৎ আমি এই ধরনের পণ্য বিক্রি করি, তা হলে তাঁদের ভাবাবেগে আঘাত দেওয়া হত। তাই সেই সময় একাধিক বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করতে শুরু করি। এছাড়াও আমি এমন কিছু করতে চাইনি, যার ফলে আমার পরিবার ও বিজেপির কর্মীরা বিব্রত বোধ করবে।’’
ফুয়াদ