
মো. এরশাদ হাসান
নাট্য প্রশিক্ষক, সংগঠক এবং অভিনয়শিল্পী মো. এরশাদ হাসান। শ্রেষ্ঠ মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসেবে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন মো. এরশাদ হাসান। জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সোমবার বিকেলে। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকা শিল্পীদের উপস্থিতিতে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পাওয়া অভিনেতা মো. এরশাদ হাসান তার অনুভূতি প্রসঙ্গে বলেন, একজন অভিনেতার জন্য পুরস্কারপ্রাপ্তি এক অর্থে তার সামগ্রিক কর্মের স্বীকৃতি।
থিয়েটার কর্মী হিসেবে এই স্বীকৃতি আনন্দের এবং আগামীতে আরও বেশি মঞ্চাভিনয় করবার তাড়না, প্রেরণা ও অভিনয়ের প্রতি দায়বদ্ধতাও বৃদ্ধি পায়। অতি সম্প্রতি তিনি অপূর্ব কুমার কু-ুর রচনা ও শুভাশিষ দত্ত তন্ময়ের নির্দেশনায় একটি একক চরিত্রের নাটকে অভিনয় করতে যাচ্ছেন।
প্যানেল হু