
ছবি: দৈনিক জনকন্ঠ।
চট্টগ্রামের চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ান হয়েছে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বুধবার (৩০ জুলাই) চন্দনাইশ উপজেলাস্থ ভিডিও কনফারেন্স হল রুমে এ দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল- জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে।
প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় সেরা বিতর্কিত হয়েছেন পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় টিমের প্রধান তাসনোভা চৌধুরী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব হোসেন।চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশাদ উল্লাহ'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্বে ছিলেন প্রাথমিক শিক্ষা ইন্স্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। বিচারক ছিলেন, যথাক্রমে সমাজসেবা সহকারী কর্মকর্তা ফারহানা জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কমরুদ্দীন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তী, সিনিয়র শিক্ষক বিলাস বড়ুয়া, মোহাম্মদ ইউচুপ আলী প্রমুখ।
মিরাজ খান