
ছবি: সংগৃহীত
বাহরাইনের গোল্ডেন ভিসা বিদেশিদের জন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ প্রদান করে। যারা উপসাগরীয় অঞ্চলের কেন্দ্রে বসবাস করতে চান, তাদের জন্য বাহরাইনের এই গোল্ডেন রেসিডেন্সি ভিসা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও চাকরির সুযোগসহ অসাধারণ কিছু সুবিধা নিয়ে এসেছে।
এই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন—রিয়েল এস্টেট বিনিয়োগকারী, চাকরিজীবী, অবসরপ্রাপ্ত এবং উচ্চমাত্রায় দক্ষ ও প্রতিভাবান বিদেশিরা।
আজীবন রেসিডেন্সি ও পরিবারসহ বসবাসের সুযোগ
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা আজীবনের জন্য বৈধ। এর স্থায়ী বাসযোগ্যতা সীমাহীন সময়ের জন্য প্রযোজ্য। আবেদনকারী ছাড়াও তার স্ত্রী/স্বামী, সন্তান এবং বাবা-মা—সবাই এই ভিসার আওতায় আসতে পারেন। এই ভিসা নিয়ে যেকোনো সময় একাধিকবার বাহরাইন আসা-যাওয়ার সুযোগ রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্যও এই ভিসায় পুরো বাহরাইনজুড়ে চাকরির সুযোগ উন্মুক্ত।
বিদেশিদের জন্য শতভাগ ব্যবসা মালিকানার সুবিধা
বাহরাইন বিদেশিদের ১০০% মালিকানায় ব্যবসা পরিচালনার অধিকার দেয়। দেশটি প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, সহজ ও ডিজিটাল প্রক্রিয়ায় ভিসা ইস্যু এবং নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করে। এছাড়া রয়েছে উন্নত ডিজিটাল পরিকাঠামো ও বিস্তৃত অনলাইন সরকারি সেবা।
আবেদন পদ্ধতি
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা ইস্যুর দায়িত্বে রয়েছে ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স বিভাগ। আবেদন করতে হলে বাহরাইন সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
যে সকল ডকুমেন্ট প্রয়োজন:
-
বৈধ পাসপোর্ট
-
পূর্ববর্তী বসবাসের প্রমাণ
-
সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
-
বাহরাইনে বৈধ স্বাস্থ্যবীমার সনদ
ফি:
-
আবেদন ফি (প্রতি ব্যক্তি): ৫ বাহরাইনি দিনার
-
রেসিডেন্সি ইস্যু ফি (প্রতি ব্যক্তি): ৩০০ বাহরাইনি দিনার
কারা এই ভিসা পেতে পারেন
রিয়েল এস্টেট মালিক: যাদের বাহরাইনে মোট সম্পত্তির মূল্য কমপক্ষে ২০০,০০০ বাহরাইনি দিনার, তাঁরা গোল্ডেন রেসিডেন্সি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
চাকরিজীবী বিদেশি: যাঁরা গত ৫ বছর ধরে বাহরাইনে বসবাস করছেন এবং তাঁদের গড় মাসিক বেসিক বেতন কমপক্ষে ২,০০০ বাহরাইনি দিনার, তারাও আবেদন করতে পারবেন।
অবসরপ্রাপ্ত ব্যক্তি: যাদের মাসিক অবসর বেতন বা আয় ৪,০০০ বাহরাইনি দিনার বা তার বেশি, তারাও এই ভিসার জন্য যোগ্য।
উচ্চমাত্রার প্রতিভাবান বিদেশি: এই ক্যাটাগরির জন্য বাহরাইনে কোনো বিনিয়োগ বা আয় দেখানোর প্রয়োজন নেই। তবে প্রমাণস্বরূপ তাদের প্রতিভা সংক্রান্ত যথাযথ ডকুমেন্ট জমা দিতে হবে।
তথ্যসূত্র: https://www.financialexpress.com/business/investing-abroad-bahrain-golden-visa-offers-lifetime-residency-to-real-estate-investors-salaried-retirees-and-highly-talented-foreigners-3927955/
আবির