ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

এবার অপারেশন সিন্দুর নিয়ে মোদিকে তুলোধুনো করলেন রাহুল গান্ধী

প্রকাশিত: ০০:৩৬, ৩০ জুলাই ২০২৫

এবার অপারেশন সিন্দুর নিয়ে মোদিকে তুলোধুনো করলেন রাহুল গান্ধী

নতুন করে বিতর্কে জড়াল ভারতের কেন্দ্রীয় সরকার। ‘অপারেশন সিন্দুর’ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে তীব্র সমালোচনার মুখে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, যার ফলে যুদ্ধবিমানে ধ্বংসের ঘটনা ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন, মোদি সরকারের নেই যুদ্ধের সক্ষমতা কিংবা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা।

রাহুল প্রশ্ন তোলেন, “যদি ক্ষমতা না থাকে, তাহলে যুদ্ধ কেন? কাদের চাপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত?”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপে পড়ে মোদি সরকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার বক্তব্য, “মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন, তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। যদি সেটা সত্য না হয়, তাহলে মোদিকে এই সভায় দাঁড়িয়ে বলতে হবে ট্রাম্প মিথ্যাবাদী।”

এ বিষয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “পেহলগাম ইস্যুতে কৌশলগতভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোদি সরকার।”

অভিযোগ, যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা, আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার এবং সেনাবাহিনীর স্বাধীনতা খর্ব করায় সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ নিয়ে চলতি সংসদ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে।

Jahan

আরো পড়ুন  

×