
ছবি: সংগৃহীত।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) ভোররাতে রিখটার স্কেলে ৮.৭ মাত্রার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর পরই রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের উপকূলে চার মিটার পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, "গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।"
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলোভস্ক শহরের পূর্ব দিকে প্রায় ১৩৬ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পরপরই কাছাকাছি এলাকায় আরও দুটি আফটারশক রেকর্ড করা হয়—একটি ৬.৯ এবং অন্যটি ৬.৩ মাত্রার।
সতর্ক জাপান ও যুক্তরাষ্ট্র
আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) দেশটির পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। হোক্কাইডো অঞ্চলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং তাইওয়ানের কিছু উপকূলীয় অঞ্চলেও জারি হয়েছে সতর্কতা। উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রতীর থেকে দূরে থাকতে অনুরোধ করেছে প্রশাসন।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেছেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। এর সম্ভাব্য প্রভাব অনেক গভীর হতে পারে।”
নুসরাত