ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এবার এশিয়ার আরেক দেশে সুনামি সতর্কতা

প্রকাশিত: ১১:৪৬, ৩০ জুলাই ২০২৫

রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এবার এশিয়ার আরেক দেশে সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত।

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এবার এশিয়ার আরও কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছে। বিশেষ করে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানায়, ম্যানিলা সময় বুধবার বিকেলে ১ মিটারের কম সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে দেশটির উপকূলে। এজন্য ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের উপকূলীয় এলাকা ও সৈকতের আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালো উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। জনগণকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তারা।

ভয়াবহ এই ভূমিকম্পের পর শুধু এশিয়া নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পেরু, ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এবং পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমিকম্পের প্রভাব ও পরবর্তী সুনামি ঢেউয়ের ব্যাপারে পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলোতে উচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

নুসরাত

×