ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ওয়াই-ফাই ভীষণ দুর্বল? এই ৭ সহজ কৌশলে বাড়িয়ে নিন ইন্টারনেটের গতি

প্রকাশিত: ০৪:৫১, ৩১ জুলাই ২০২৫

ওয়াই-ফাই ভীষণ দুর্বল? এই ৭ সহজ কৌশলে বাড়িয়ে নিন ইন্টারনেটের গতি

ছবি: সংগৃহীত

আজকের যুগে ইন্টারনেট শুধু আর বিলাসিতা নয়, বরং নিত্যপ্রয়োজনীয় এক সেবা। অনলাইন ক্লাস, বাসা থেকে অফিসের কাজ কিংবা বিনোদনের জন্য স্ট্রিমিং—সবকিছুতেই নির্ভর করতে হয় শক্তিশালী ওয়াই-ফাই সংযোগের ওপর। কিন্তু ঘরে দুর্বল ওয়াই-ফাই সিগনাল অনেকের জন্যই নিত্যকার ঝামেলা। অবাক করা ব্যাপার হলো, এই সমস্যার জন্য অনেক সময় আমরা নিজেরাই দায়ী।

তবে চিন্তার কিছু নেই। নিচের কিছু সহজ পরামর্শ মেনে চললে আপনি ঘরে ওয়াই-ফাইয়ের গতি এবং কাভারেজ—দুটোই উন্নত করতে পারবেন।

১. রাউটারের অবস্থান বদলান

অনেকেই রাউটার রেখে দেন ঘরের কোণে, মেঝেতে বা আসবাবের পেছনে। এতে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। বরং রাউটার রাখুন ঘরের মাঝামাঝি স্থানে এবং কিছুটা উঁচুতে। দেয়াল, ধাতব বস্তু, মাইক্রোওয়েভ ও কর্ডলেস ফোনের কাছে রাখবেন না, কারণ এগুলো সিগন্যালের ব্যাঘাত ঘটাতে পারে।

২. সিগন্যাল বিঘ্নকারী যন্ত্র দূরে রাখুন

ব্লুটুথ স্পিকার বা অন্যান্য ওয়্যারলেস ডিভাইস ওয়াই-ফাই সিগন্যালে হস্তক্ষেপ করতে পারে। রাউটারকে এসব যন্ত্রের থেকে দূরে রাখুন। পাশাপাশি, যদি আশেপাশে একাধিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে, তবে আপনার রাউটারকে কম ভিড়যুক্ত চ্যানেলে সেট করে দিন।

৩. পুরোনো রাউটার বদলান

৩-৪ বছরের বেশি পুরোনো রাউটার ব্যবহার করছেন? এখনই সময় সেটি বদলানোর। ওয়াই-ফাই ৬ বা ৬ই সমর্থিত ডুয়াল বা ট্রাই-ব্যান্ড রাউটার নিন। এতে আপনি পাবেন উচ্চগতির ৫ GHz ব্যান্ড এবং বিস্তৃত কাভারেজের ২.৪ GHz ব্যান্ড—দুইয়ের সুবিধা।

৪. সফটওয়্যার আপডেট করুন

রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করুন। এতে শুধু পারফরম্যান্সই বাড়ে না, নিরাপত্তাও জোরদার হয়।

৫. ওয়াই-ফাই এক্সটেন্ডার বা মেশ সিস্টেম ব্যবহার করুন

বড় ঘরে সব রুমে সিগন্যাল না পৌঁছানোর সমস্যায় ভুগছেন? তবে একটি ওয়াই-ফাই রেঞ্জ এক্সটেন্ডার অথবা মেশ ওয়াই-ফাই সিস্টেম ইনস্টল করুন। এতে পুরো ঘরে নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

৬. নিরাপত্তা নিশ্চিত করুন

আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড শক্তিশালী করুন এবং WPA2/WPA3 এনক্রিপশন ব্যবহার করুন। এতে অনধিকৃত ব্যবহার বন্ধ হবে, ফলে আপনার ইন্টারনেটের গতি স্থিতিশীল থাকবে।

৭. ভারী ডিভাইসগুলো তার দিয়ে সংযুক্ত করুন

স্মার্ট টিভি, গেমিং কনসোল বা ডেস্কটপ কম্পিউটার—এসব ভারী ডেটা-চাহিদাসম্পন্ন ডিভাইস সরাসরি ইথারনেট কেবল দিয়ে সংযুক্ত করুন। এতে ওয়াই-ফাইয়ের ওপর চাপ কমবে এবং নেটওয়ার্ক পারফরম্যান্স ভালো হবে।

দুর্বল ওয়াই-ফাই মানে শুধু বিরক্তিকর নয়, বরং আপনার কাজ ও বিনোদনের বড় বাধা। উপরের টিপসগুলো অনুসরণ করলে আপনি সহজেই বাড়ির ওয়াই-ফাই ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে পারবেন।

 

সূত্র: নিউজ১৮।

রাকিব

×