
উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। এর আগের বৈঠকে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।
২০১৫ সালে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার চালু করে আওয়ামী লীগ সরকার।
প্যানেল হু