
ছবি: সংগৃহীত
বিজ্ঞানীরা অ্যালুমিনিয়ামকে স্বচ্ছ করে তোলার এক বিপ্লবী উপায় আবিষ্কার করেছেন—হ্যাঁ, ধাতু এখন কাচের মতো দেখা যাবে। এই নতুন উপাদানটির নাম ট্রান্সপারেন্ট অ্যালুমিনিয়াম অক্সাইড বা TAIOx, যা অত্যন্ত মজবুত, তাপ-সহনশীল এবং প্রায় অসম্ভবভাবে আঁচড় প্রতিরোধী।
TAIOx আগে থেকেই বিদ্যমান ছিল, তবে এটি তৈরি করা ছিল অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। এতে প্রয়োজন হতো লেজার, ভ্যাকুয়াম চেম্বার বা কঠিন রাসায়নিকের মতো সরঞ্জাম, যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য অপ্রয়োজনীয় করে তুলেছিল।
কিন্তু এখন ফিলিপাইনের আতেনেও ডে ম্যানিলা ইউনিভার্সিটি-এর একদল গবেষক এই চিত্র বদলে দিয়েছেন। তাঁরা ড্রপলেট-স্কেল অ্যানোডাইজেশন নামের একটি পদ্ধতি ব্যবহার করে সাধারণ অ্যালুমিনিয়ামকে TAIOx-এ রূপান্তর করেছেন। এর জন্য লাগছে মাত্র কয়েকটি ক্ষুদ্র অ্যাসিডের ফোঁটা ও সামান্য বৈদ্যুতিক প্রবাহ।
এই সরল কিন্তু নিখুঁত প্রক্রিয়াটি ইলেকট্রোওয়েটিং-এর ওপর নির্ভর করে, যা বিদ্যুৎ ব্যবহার করে ফোঁটার আচরণে পরিবর্তন আনে এবং ধাতবের স্থায়িত্ব নষ্ট না করেই রূপান্তর ঘটায়।
এই উদ্ভাবন মোবাইল ফোন ও ট্যাবলেটের অত্যন্ত টেকসই স্ক্রিন, মহাকাশযানের স্বচ্ছ বর্ম, এবং যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্সরের জন্য প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরির পথ উন্মুক্ত করেছে। এটি সত্যিকারের বিজ্ঞান-কল্পকাহিনিকে বাস্তবতায় রূপ দেওয়ার এক বিরল দৃষ্টান্ত, যা এখন সম্ভব হয়েছে এক পরিষ্কার, নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে।
আবির