ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ক্যানসার কোষ বেছে বেছে ধ্বংস করবে স্মার্ট ডিএনএ রোবট

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ জুলাই ২০২৫

ক্যানসার কোষ বেছে বেছে ধ্বংস করবে স্মার্ট ডিএনএ রোবট

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকেরা ডিএনএ-ভিত্তিক এক বিপ্লবী ‘ন্যানোরোবট’ তৈরি করেছেন, যা অবিশ্বাস্য নির্ভুলতায় ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম।

‘ডিএনএ ওরিগামি’ নামক এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই যন্ত্রটিতে ছয়টি ক্যানসারবিরোধী পেপটাইড যুক্ত করা হয়েছে, যেগুলো স্বাভাবিক টিস্যুতে নিষ্ক্রিয় থাকে এবং শুধুমাত্র টিউমারের অ্যাসিডিক পরিবেশে সক্রিয় হয়।

স্তন ক্যানসার আক্রান্ত ইঁদুরের দেহে এই যন্ত্র প্রয়োগ করে টিউমারের বৃদ্ধি ৭০ শতাংশ পর্যন্ত কমানো গেছে—কোনো সুস্থ কোষের ক্ষতি না করে।

গবেষকরা এখন এটি আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার জন্য ক্যানসার-নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করার পরিকল্পনা করছেন এবং ভবিষ্যতের ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে অগ্রসর হচ্ছেন।

তাদের মতে, এটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন ক্যানসার চিকিৎসার এক নতুন যুগের সূচনা করতে পারে।

 

 

সানজানা

×