
ছবিঃ সংগৃহীত
বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা টানা দ্বিতীয় প্রান্তিকেও গাড়ি বিক্রির হার কমার প্রতিবেদন প্রকাশ করার পর বৃহস্পতিবার প্রাক-বাজার লেনদেনে কোম্পানির শেয়ারদর ৬% কমে যায়।
টেসলার প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, গাড়ি বিক্রি থেকে রাজস্ব আগের বছরের তুলনায় ১৬% কমে দাঁড়িয়েছে ১৬.৭ বিলিয়ন ডলারে। কোম্পানিটি শীর্ষ (revenue) ও নিম্নরেখা (earnings) — উভয়ক্ষেত্রেই বিশ্লেষকদের পূর্বাভাসকে হার মানিয়েছে।
এক আয়ের কলে টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক বলেন, “ফেডারেল ইলেকট্রিক ভেহিকল ট্যাক্স ক্রেডিট শেষ হয়ে যাওয়ায় সামনে আমাদের কয়েকটি কঠিন প্রান্তিক আসতে পারে।”
নোভা