
ছবি: সংগৃহীত
ডাকসু, জাকসু, রাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে কোনো ঘোষণা আসেনি—এমন অভিযোগ তুলে চবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ডাকসু, জাকসু, রাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। চাকসুর কোনো খবর নেই। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন, নয়তো আমরা চবিয়ানরা সবাই মিলে কঠোর কর্মসূচিতে যাবো। গতানুগতিক কাজ সবাই করতে পারে, এগুলো দেখিয়ে লাভ নেই। চবিয়ানদের অধিকার চাকসু। ৩৫ বছর ধরে চবিয়ানরা বঞ্চিত। আর মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে আন্দোলনের মাঠে অনেক কিছুই হতে পারে।”
চাকসু নির্বাচন না হওয়াকে দীর্ঘদিনের বঞ্চনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সময়মতো সিদ্ধান্ত না এলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।
আবির