ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বিশ্ব গণিত অলিম্পিয়াডে ৪ বাংলাদেশির স্বর্ণ জয়, বিশ্বের সেরা তাহসিন

প্রকাশিত: ০৫:২০, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০৫:২২, ৩০ জুলাই ২০২৫

বিশ্ব গণিত অলিম্পিয়াডে ৪ বাংলাদেশির স্বর্ণ জয়, বিশ্বের সেরা তাহসিন

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিকস ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) ২০২৫’-এ বাংলাদেশ ঝলমল করেছে সাফল্যের আলোয়। এবারের প্রতিযোগিতায় ৪ জন শিক্ষার্থী স্বর্ণপদক জিতে নিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর করে ‘স্টার অব দ্য ওয়ার্ল্ড’ খেতাব অর্জন করেছে কুমিল্লা জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তাহসিন ইসলাম।

তাহসিনের পাশাপাশি আরও তিনজন শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেছে। তারা হলেন—আর্নব রঞ্জন পাল (৪র্থ শ্রেণি, আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজ), আরিয়া ইনতিশার চৌধুরী (৫ম শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), এবং মারজানা মানহা (৭ম শ্রেণি, এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুল)।

গত ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটির তত্ত্বাবধানে ছিলেন ‘বাংলার ম্যাথ’-এর সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর, মহতাব হোসেন এবং আহমেদ শাহরিয়ার। তাদের সহযোগিতায় ছিল অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডেইলি ক্যাম্পাস।

বাংলাদেশের ২২ জন প্রতিযোগীর সবাই পদক পেয়েছেন। এর মধ্যে রয়েছে ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ৮টি ব্রোঞ্জ এবং ৪টি মেরিট সার্টিফিকেট।

রৌপ্যপদক জয়ী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্কুল থেকে এসেছে এবং ব্রোঞ্জ পদকজয়ীরাও ছিল ৮ জন। এছাড়া ৪ জন শিক্ষার্থী বিশেষ প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ মেরিট সার্টিফিকেট অর্জন করেছে।

‘বাংলার ম্যাথ’-এর কোচ আশরাফুল আল শাকুর বলেন, ‘গণিত শেখার পেছনে অনুশীলন ও প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। আমরা শুধু প্রতিযোগিতা নয়, দেশের শিক্ষার্থীদের প্রস্তুত করে আন্তর্জাতিক মানে তুলে ধরতে চাই।’

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে ‘বাংলার ম্যাথ এক্সেলেন্স চ্যাম্পিয়নশিপ (বিএমইসি) ২০২৫’ এর মাধ্যমে। এতে সারা দেশ থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় এবং জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকায়।

রাকিব

×